|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
খুলনার দাকোপের লাউডোব বাদামতলা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ফলাফল প্রকাশ
প্রকাশের তারিখঃ ২৯ ডিসেম্বর, ২০২২
দাকোপের বাদামতলা মাধ্যমিক বিদ্যালয়ে বাষিক ফলাফল ২০২২ ও সদ্য খুলনা জেলা পরিষদ নির্বাচনে
বিজয়ী সরোজিত কুমার রায় কে সংবর্ধনা প্রদান করেছে বাদামতলা বিদ্যালয়ের আয়োজক কমিটি।
জানান২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টারদিকে বাদামতলা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনয়াতনে প্রধান শিক্ষক অমিয় কুমার মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান
অতিথি ছিলেন এলবিকে ডিগ্রি মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিরাপদ মন্ডল।
এতে সম্নানিত অতিথি হিসাবে উপস্হিত ছিলেন
লাউডোব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি,আর্য্য হরিসভার সভাপতি ও খুলনা জেলাপরিষদের সদস্য কর্মবীর অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরোজিত কুমার রায়। সরোজিত কুমার রায় বহু শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা,প্রতিষ্ঠাতা ও সফল সংগঠক মানুষটি তার নিরলস কর্মজীবনের স্বীকৃতি পেলেন। এক অনুভুতি ব্যক্ত করে তিনি বলেন, এ অর্জন আমার প্রিয় লাউডোব বাসীর ও দাকোপ বাসীর।তাদের অকুন্ঠ সমর্থন, ভালোবাসা আশীর্বাদ এই অর্জনের মুল প্রাণ শক্তি।.
অনুষ্ঠানের শুরুতে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করে নেওয়া হয় সরোজিত কুমার রায়কে প্রধান শিক্ষক অমিয় কুমার মন্ডল ক্রেস্ট প্রদান করেন সম্নানিত অতিথিকে।
এসময় উপস্হিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মিসেস উর্মিলা রায়, মিসেস শর্বানী রায়,সুখেন্দু রায়,নিত্যানন্দ সরদার সহ সকল অভিভাবক মহল, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা।বহু ধর্মীয়, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা সরোজিত কুমার রায়ের অসাম্প্রদায়িক চেতনা ও মানবতাবাদের বিরল নিদর্শন হিসেবে তাকে দাকোপের লাউডোব বাদামতলা বিদ্যালয়ের পক্ষ থেকে েএ সংবর্ধনা প্রদান করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক চিন্ময় মিস্ত্রী ও মাও মোঃজাকারিয়া।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.