|| ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আওয়ামী কর্মকর্তা পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
প্রকাশের তারিখঃ ২৯ ডিসেম্বর, ২০২২
শীত মানে কারো কাছে রং বাহারীর পোশাক গায়ে জড়ানো আবার কারো কাছে বেচে থাকার লড়াই। শীতে যেমন আছে মজা তেমন আছে কষ্ট। যারা ফুটপাতে খোলা আকাশের নিচে শুয়ে রাত্রি যাপন করে তারা শীতের স্নিগ্ধতা উপভোগ করতে পারেনা। তাদের কাছে শীতের কনকনে ঠান্ডায় জীবন বাচানোটাই মূল লক্ষ্য হয়ে ওঠে। তারই ধারাবাহিকতায় "মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য " এই স্লোগান নিয়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাড়িয়েছেন আওয়ামী কর্মকর্তা পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২ টায় অগ্রণী ব্যাংক লিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সামনে প্রায় ৩০০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কর্মসূচীটি উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার। এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী কর্মকর্তা পরিষদের সভাপতি সৈয়দ মিশফাক আলী (টুটুল) সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ রানাউল করিম রানা, অফিসার সমিতির সভাপতি মোক্তাদির হোসেন (রাহী) সাধারণ সম্পাদক মোঃ রাব্বেল হোসেন,
আওয়ামী সহায়ক কর্মচারী পরিষদের সভাপতি আজম খান ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর মাসুম,
আওয়ামী সহায়ক কর্মচারী পরিষদের সহ-সভাপতি মোঃ মাসুদ করিম প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.