|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাজারহাটে অবৈধভাবে বালুর ব্যবসা
প্রকাশের তারিখঃ ২৮ ডিসেম্বর, ২০২২
রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চায়না বাজারের মৃত অজর উদ্দিনের পুত্র বিতর্কিত আলতাবের রমরমা চলছে বালুর ব্যবসা।
চায়না বাজার থেকে তিস্তা নদী নিকটবর্তী হওয়ায় ট্রাক্টর দিয়ে তিস্তা সড়ক সেতুর পাশ থেকে এবং গতিয়াসাম গ্রামের তিস্তা নদীর তীর ঘেষে বালু উত্তলন করে চায়নার বাজারে নিজ বাড়ির সামনে প্রায় ৪/৫লক্ষ সেপ্টি বালু মজুত করে রেখেছেন। যে গতিয়াসাম বিগত বছরে তিস্তার করাল গ্রাসে হাজার হাজার একর জমি তিস্তা নদীর গর্ভে চলে যায়।
বিতর্কিত আলতাবের নিজস্ব ক্যাডার বাহিনী থাকায় স্থানীয় ভাবে অনেক প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষজন তার এহেন কর্মকান্ডে প্রতিবাদ করার সাহস পায়না।
তবে বিতর্কিত আলতাবের এই ধ্বংসাত্মক নিন্দনীয় কাজের লিখিত অভিযোগ করেন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের জনমানুষের নেতা রুকুনুজ্জামান রোকন। তিনি রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার বরাবর আলতাবের বালু উত্তলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ করেন।
এবিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম বলেন,বালু উত্তোলনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে বালু উত্তোলনের অভিযোগ পেয়েছি ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.