নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে জাল টাকা ও হেরোইনসহ তিন জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় পৃথক পৃথক মাদক মামলা রুজু করে তাদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুলের সামনে মাদক ব্যবসায়ী মাদক লেনদেন করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেওলা গ্রামের আহাদের ছেলে ছালাম (৪০), একই গ্রামের জানবক্সের ছেলে বাবলুকে (৫০) গ্রেপ্তার করা হয়। অপরদিকে উপজেলার কাশিয়াবাড়ি হাটে জাল টাকা দিয়ে এ ব্যবসায়ী ব্যাবসা করছে এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রানীনগর থানার আদর্শগ্রারের মোফাজ্জলের ছেলে সোহেলকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকালে তাদের নিকট থেকে দেড় গ্রাম হেরোইন ও তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পৃথক পৃথক মামলা রুজু করে বুধবার (২৮ ডিসেম্বর) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে