|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
তাহার কথা খুব মনে পড়ে আজ-জামাল হোসেন
প্রকাশের তারিখঃ ২৬ ডিসেম্বর, ২০২২
তাহার কথা খুব মনে পড়ে আজ
---------------------
সে ছিল আমার খেলার সাথী
তেতাল্লিশের মন্বন্তরে মৃত মানুষের করোটি দিয়ে
ছেলেবেলায় আমরা বাঘবন্দী খেলতাম
অস্থির ঝংকারে পাঁজরের একতারা যখন
গেয়ে উঠতো বিষাদের গান
তখন আমি শিহরিত হতাম
আনন্দে আত্মহারা হয়ে যেতাম
আর আমার খেলার সাথী মালতী
বিষণ্ণ বদনে শুধু আকাশ দেখতো
দলবেঁধে মেঘমালা ভিড় জমাতো তার আয়ত নয়নে
বৃষ্টি ভিক্ষা চাইতো মালতীর বুকের চৈত্রমাস
তখন আকাশ ভেঙ্গে সেখানে অঝোরে নামতো
বৃষ্টির বদলে রঙ বেরঙের দীর্ঘশ্বাস
(চলবে)
আঁকাঃ জামাল হোসেন
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.