কচুয়া প্রতিনিধি//
চাঁদপুরের কচুয়া উপজেলার অজপাড়া গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।এই প্রতিষ্ঠানের খ্যাতি ছড়িয়ে আছে।নিম্ন বিত্ত,মধ্য বিত্ত,দিনমজুর ও খেটে খাওয়া মানুষের ছেলে মেয়েরা পড়াশোনা করে। কিন্তু পরিতাপের বিষয় ২০২৩ সালের পরীক্ষার্থীদের নিকট থেকে কোচিং ফি'র নামে ৩ মাসের জন্য ১৮০০ টাকা ফরম ফিলাপের পূর্বেই নিয়ে গেছে।এখন আবার স্কুল কর্তৃক নির্ধারিত ফরম ফিলাপের ২৫০০ টাকার জন্য অনেক পরীক্ষার্থীর ফরম ফিলাপ করা অসম্ভব হয়ে পড়েছে।এ নিয়ে বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকের মাঝে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য যে, বোর্ড কর্তৃক নির্ধারিত ফি বিজ্ঞান বিভাগ-২১২০ টাকা,ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ-২০২০ টাকা।জেলা শিক্ষা অফিসার,কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রশাসনিক কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ উপর্যুক্ত বিষয়ে সুষ্ঠ ও নিরেপক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষার্থীদের অভিভাবক'রা অনুরোধ জানিয়েছেন।