|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সুন্দরবনের পর্যটন কেন্দ্র করমজল ঘুরে গেলেন প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়েজেদ পুতুল
প্রকাশের তারিখঃ ২৪ ডিসেম্বর, ২০২২
সুন্দরবনের একমাত্র বণ্যপ্রাণী প্রজনন, লালন পালন ওপর্যটন কেন্দ্র করম জল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ও তার সন্তানরা ২৩ ডিসেম্বর শুক্রবার দুপুরের দিকে পর্যটন কেন্দ্র করমজলে আসেন তিনি।এ সময সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে তার দুই সন্তান ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যরা ছিলেন।
সায়মা ওয়াজেদ পুতুল তার সন্তানদের নিয়ে দুই ঘন্টার ও বেশি সময় ধরে সুন্দর বন ঘুরে দেখেন।করমজলে থাকা কুমির,বানর, হরিণ বিলুপ্ত প্রজাতির কচ্ছপ
বাটাগুর বাসকা, ও কুমিরের বাচ্ছা দেখে আনন্দ প্রকাশ করেন সায়মা ওয়াজেদ ও তার সন্তানরা।
এঝাড়া সুন্দরবন করমজলের সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল।
বনবিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন পর্যটক কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, সায়মা ওয়াজেদ পুতুল আসার আগাম কোনো খবর আমাদের কাছে ছিল না। এখানে আসার পর তার নিরাপত্তা কর্মকর্তা বিষয়টি আমাকে জানান।.
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.