|| ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
১৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল রাউজান প্রেসক্লাব
প্রকাশের তারিখঃ ২১ ডিসেম্বর, ২০২২
সাংবাদিকতা জগতের পথিকৃৎ দৈনিক আজাদীর প্রয়াত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ খালেদের ১৯তম মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে রাউজান প্রেসক্লাব নেতৃবৃন্দ। গতকাল বুধবার (২১ ডিসেম্বর) রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের দারোগাবাড়িস্থ কবরস্থানে মরহুমের কবর জেয়ারত শেষে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ প্রমূখ। উল্লেখ্য, অধ্যাপক মোহাম্মদ খালেদ ১৯২২ সালের ৬ জুলাই অবিভক্ত ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনাতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস রাউজান উপজেলার সুলতানপুর গ্রামের দারোগা বাড়িতে। পিতা আবদুল হাদি, মাতা তামান্না বেগম। গত ২০০৩ সালের ২১ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.