|| ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
অগ্নি-সন্ত্রাসের বিরুদ্ধে আনসার বাহিনীর বীরত্বের লড়াই’ স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রকাশের তারিখঃ ২১ ডিসেম্বর, ২০২২
রাজশাহীর বাঘা উপজেলায় আনসার ও ভিডিপি নতুন কার্যালয়ের(ভবন) উদ্বোধনী অনুষ্ঠানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল বলেন, জামাত- শিবির বলে কোনো কথা নয়, যারা রাজনীতি করবেন, রাজনৈতিক নিয়ম মেনে চলবেন। এর বাইরে কোন কিছু করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
দেশে আইনশৃংখলা পরিস্থিতি ভালো অবস্থাতেই আছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যারা দায়িত্বে আছেন তারা তাদের দায়িত্ব সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করে যাচ্ছে। জামাত শিবির বলে কথা নেই। যারাই দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করবে, সে যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, আনসার একটি ব্যাটার বাহিনী। যখন যেখানে সকারকারের প্রয়োজন তাদের ব্যবহার করা হয়। প্রতিটি বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছে। আনসারও তার একটি। আমরা নির্বাচনে যখন পুলিশ দিতে পারিনি তখন আনসার দেওয়া হয়। বিএনপি- জামাতের অগ্নি-সন্ত্রাসের বিরুদ্ধে দেশের ২ লাখ আনসার বীরত্বের সাথে কাজ করেছেন। বিশেষ করে রেলনাইল চালানোর ক্ষেত্রে তারা সুনাম কুড়িয়েছে।
বুধবার ( ২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর বাঘায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।
এর আগে প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল নব নির্মিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মডেল উপজেলা ভবন বাঘা এর উদ্ধোধনী নাম ফলক উন্মোচন করেন।
এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ আলহাজ্ব শাহারিয়ার আলম এমপি, রাজশাহীর নারী সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ. কে. এম.নাজমুল হাসান, এনডি সি,পিএসসি, ডিআইজি আব্দুন বাতেন,জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ, উপজেলা চেয়ারম্যান এ্যাড লায়েব উদ্দিন লাভলু, নির্বাহী অফিসার শারমিন আখতার, অফিসার ইনচার্জ ওসি সাজ্জাদ হোসেন, নির্বাহী প্রকৌশলী মুনতাসির মামুন প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.