|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
রাজারহাটে ইজিপিপি প্রকল্পের কর্মসূচি অনিয়মের অভিযোগ দুই নারীর।
প্রকাশের তারিখঃ ২০ ডিসেম্বর, ২০২২
কুড়িগ্রামের রাজারহাটে ইজিপিপি কর্মসূচি প্রকল্পের তালিকা হতে নাম বাদ দেয়ার অভিযোগ দুই নারীর।
চলমান প্রকল্পের মাটিকাটা কাজে যোগদান করতে না পেয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর নাম অন্তর্ভুক্তির জন্য লিখিত আবেদন করেন অতিহতদরিদ্র পরিবারের একমাত্র উপার্জনকারী ভুক্তভোগী লাইলী বেগম ও লাভলী বেগম।
অভিযোগ সুত্রে জানা গেছ, কয়েক বছর ধরে সরকার ঘোষিত মাটি কাটা চল্লিশ দিন প্রকল্পের কাজে আমার নাম অন্তর্ভুক্ত করিয়া মাটি কাটা কাজ করিয়া আসিতেছি। আমি ছারা আরকোন উপার্জন ব্যক্তি নেই এবং আমার বয়স ৪২ বছর কিন্তু এবছরে আমার নাম কাটিয়া অন্য আরেক জনের নাম বসাইয়া উক্ত তালিকা হতে আমাকে বাদ দেয়া হয়েছে। আমি অত্র ওয়ার্ড মেম্বারের সঙ্গে যোগাযোগ করিলে তিনি আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে কালক্ষেপন করিতেছেন। এদিকে কাজ শুরু হওয়া প্রকল্পে এবছরে কাজ করিতে না পারায় আমি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছি।
এবিষয়ে ছিনাই ইউনিয়নের তিন নং ওয়ার্ডের শ্রমিক সর্দার সাইদুলের কাছে জানতে চাইলে তিনি বলেন ইউপি সদস্যের নিষেধ থাকায় আমি তাকে কাজ করতে দেইনি। তালিকায় নাম আছে কিনা জানতে চাইলে তিনি বলেন এবারে আমার কাছে তালিকা ও জবকার্ড দেয়নি ইউপি সদস্য।
ছিনাই ইউনিয়ন পরিষদের তিন নং ওয়ার্ড সদস্য মোশারফ হোসেন বলেন এবিষয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সংযোগ বিচ্ছিন্ন করেন।
রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করীম বলেন এবছরে জনপ্রতিনিধির পাঠানো তালিকায় তাদের নাম বাদ দেয়া হয়েছে। নতুন নাম অন্তর্ভুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন নতুন নাম সংযোজন করার সুযোগ নেই।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.