|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাজগঞ্জ বালিকা বিদ্যালয়ে বাল্যবিবাহ ইভটিজিং নিরাপত্তা সভা অনূষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২০ ডিসেম্বর, ২০২২
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠে দারিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা-দ্বিতীয় পর্যায় প্রকল্পের আওতায় স্কুলগামী কিশোরীদের বাল্যবিবাহের কুফল, ইভটিজিং কিশোরীদের সামাজিক নিরাপত্তা ও আইন বিষয়ক সচেতনতা তৈরি এবং বয়সন্ধিকালীন বিভিন্ন প্রকার সমস্যা সম্পর্কিত সচেতনামূলক প্রশিক্ষণ মূলক সেমিনার অত্র প্রতিষ্ঠানের হলরুম প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠান মঙ্গলবার সকালে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ মনিরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিবেকানন্দ রায়। এছাড়াও আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষিকা ও ছাত্রী বৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মাহবুব আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়েদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.