|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
তাওহীদ একাডেমি ও ইসলামিক সেন্টারের উদ্যোগে ইসলামী সম্মেলনে প্রস্তুতি
প্রকাশের তারিখঃ ২০ ডিসেম্বর, ২০২২
চাঁদপুরের কচুয়া তাওহীদ একাডেমি ও ইসলামিক সেন্টারের উদ্যোগে ৮ম বার্ষিক ২দিন ব্যাপী ইসলামী সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর দহুলিয়া জামি’আ দারুত তাওহীদ মাদ্রাসা মাঠে দুদিন ব্যাপী ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহনের লক্ষে মাহফিলের প্যান্ডেলের এর কাজ চলছে।
কচুয়া তাওহীদ একাডেমি ও ইসলামিক সেন্টারের সভাপতি মো. জামাল হোসেনের সভাপতিত্বে প্রথম দিনে বয়ান রাখবেন, শায়খ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী,আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী,শায়খ মীর মোয়াজ্জেম হোসেন সাইফী,রফিকুল ইসলাম বিন সাঈদ ও আব্দুল্লাহ বিন এরশাদ প্রমুখ ।
দ্বিতীয় দিনে দ্বীন ও ইসলাম সম্পর্কে বয়ান রাখবেন, অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুকী সালাফী ও ড. মুযাফফর বিন মুহসিন,শায়খ ড. মুফতি ইমাম হোসেন,শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জঠশ ও বাশার বিন হায়াত আলী প্রমুখ। দুদিন ব্যাপী ইসলামী সম্মেলনকে সার্থক,সফল ও যোগদান করতে ধর্মপ্রান মসুল্লিদের দাওয়াত করেছেন কচুয়া তাওহীদ একাডেমি ও ইসলামিক সেন্টারের সভাপতি মো. জামাল হোসেন।
ছবি: কচুয়ার দহুলিয়া গ্রামে ইসলামী সম্মেলনে ব্যাপক প্রস্তুতি গ্রহন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.