|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আল আইনে জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৪তম শুভ আবির্ভাব দিবস অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২০ ডিসেম্বর, ২০২২
মরুতীর্থ প্রবাসী গীত সংঘের উদ্যোগে ১৬ ডিসেম্বর শুক্রবার শঙ্কর মঠ ও মিশনের চতুর্থ আচার্য মহাত্মা ১০৮ পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৪ তম শুভ আর্বিভাব অনুষ্ঠান পালন করা হয়।
মরুতীর্থের প্রতিষ্ঠাতা শ্রী ঋষি জগদীশ্বর আনন্দপুরী মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতনী সমাজের জীবন্ত কিংবদন্তী, অসংখ্য অসহায় মানুষের নয়নমণি, সমাজের অবহেলিত জনগোষ্ঠীর পরম আশ্রয়, বিশিষ্ট সমাজ সেবক, বিশিষ্ট দানবীর শ্রী অদুল চৌধুরী মহোদয়।
এসয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদীপ দাশ আল দাইদ, কানু লাল দাশ আবুধাবি,শিবলু দাস রাস আল খাইমা, সাংবাদিক সনজিত কুমার শীল, সুজন দত্ত শারজা গীতা সংঘ, প্রদীপ ভট্টাচার্য শারজা পার্থ সারথি গীতা সংঘ, ,কুমার প্রসেনজিত আবুধাবি,অপু দাস আবুধাবি,প্রকৌশলী উত্তম হাওলাদার আল আইন, উত্তম সুত্রধর আল আইন লোকনাথ সেবাশ্রম,সনজিত দেবনাথ ইসকন আল আইন,শিবু দত্ত সৎ সঙ্গ আল আইন, প্রকোশলী ,প্রিয়লাল বাবু আল আইন লোকনাথ মন্দির ,বিপ্লব দাস সহআরও উপস্থিত ছিলেন ইউ এ ই এর বিভিন্ন মঠ মন্দিরেরে সনাতনী ভক্তসজ্জন মন্ডলী ও মাতৃভক্ত বৃন্দ।
অনুষ্ঠানে গুরু পূজা, গীতা পাঠ, উপাসনা প্রার্থনা, মঙ্গল প্রদীপ প্রজ্জলন আলোচনা মহাপ্রসাদ বিতরন নাম সংকীর্ত্তন প্রনাম বিশ্বশান্তির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.