|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মতলব উত্তরে ড.শামসুল আলম গোল্ড কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৯ ডিসেম্বর, ২০২২
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরের মতলবে ড. শামসুল আলম গোল্ড কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর শুক্রবার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ০১নং ওয়ার্ডের বালুচর আদর্শ ক্লাবের আয়োজনে ছেংগাচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর -২ (মতলব উত্তর-দক্ষিন) এর সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন- শারীরিক ও মানষিক বিকাশে খেলা-ধুলার বিকল্প নাই। যুব সমাজকে মাদকের ভয়াল ছোঁবল থেকে রক্ষা করতে খেলা-ধুলা অগ্রণী ভূমিকা রাখে। তাই সমাজের সচেতন নাগরিকদের উচিত বেশী বেশী খেলা-ধুলা আয়োজন করা।
বাংলাদেশ আওয়ামী লীগ ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য ও ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী লায়ন আলহাজ্ব মোঃ আরিফ উল্যাহ সরকারের সভাপতিত্বে ও বাংলাদেশ বার কাউন্সিল এর আইনজীবি ব্যারিস্টার জুয়েল সরকারের পৃষ্ঠপোষকতায় এবং মোঃ সোহেল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগ ও মতলব উত্তর উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুর আহমেদ মঞ্জু, মতলব উত্তর উপজেলার নির্বাহী অফিসার আশরাফুল হাসান, মতলব উত্তর উপজেলা সহকারি কমিশনার ভূমি ও ছেংগারচর পৌর সভার প্রশাসক আল এমরান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবীদ আনিসুল হক, বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য কাজী মিজানুর রহমানসহ ছেংগারচর পৌরসভার সহায়ক সদস্যগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ও বালুচর আদর্শ ক্লাবের সাবেক, বর্তমান নেতৃবৃন্দ, সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা আটটি দলের মধ্য থেকে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থ্যা চ্যাম্পিয়ন ও বালুচর আদর্শ ক্লাব রানার্স আপ হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.