|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিআরজিওএ’র উদ্যােগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশের তারিখঃ ১৯ ডিসেম্বর, ২০২২
প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজম্মকে উৎসাহিত করার জন্য বিজয় দিবসের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ। কারন নতুন প্রজম্মকে জানাতে হবে কিভাবে দেশ স্বাধীনতা লাভ করে বিজয় অর্জন করেছে।শুক্রবার(১৬ ডিসেম্বর) আজমান হেলিও ফার্ম হাউজে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ওনার্স এসোসিয়েশন ইউএই'র বিজয় দিবস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এসব কথা বলেন।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান জাকির ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুকবুল হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাই এর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরাম বি বি এফ এর সভাপতি, গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি, টোকিওস্যাট গ্রুপ অব কোম্পানিজ এবং মোহাম্মদ মাহাবুব পারফিউম ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান মোঃ মাহাবুব আলম মানিক সিআইপি, স্টার টেকনিক্যাল ও মেরিন সার্ভিস এর স্বত্বাধিকারী সোঃ মোফাজ্জল হোসেন, সংগঠনের সহ. সভাপতি ও শামস বিডি গ্রুপের স্বত্বাধিকারী মোঃ মোশারফ হোসেন,মহিলা সম্পাদিকা শেফালী আক্তার আঁখি।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মোহাম্মদ আলী, বৃহত্তর ফরিদপুর সমিতির সভাপতি বুলবুল আহমেদ মুকুল।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কবির,ইয়াসিন,সহ.সভাপতি শিকদার মোঃ শাফায়েত উল্লাহ, বারেকুজ্জামান, শাকিল মাহমুদ,জসিম,খাইরুল,যুগ্ম সাধারণ সম্পাদক টিপু মিয়া,লিটন,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিদুল ইসলাম,সহ.সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, দপ্তর সম্পাদক সোহেল,নাসির,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক রুহুল আমিন,আব্দুল্লাহ,ক্রীড়া সম্পাদক নজরুল,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জাকারিয়া হোসেন, অর্থ সম্পাদক হায়দার,স্বপন,মানবসম্পদ সম্পাদক আরিফ,আপ্যায়ন সম্পাদক ফিরোজ সহ আরো অনেকে। অনুষ্ঠানে বিভিন্ন প্রদেশ থেকে বাংলাদেশের জাতীয় পতাকার আদলে তৈরি পোশাক পরিধান করে আসা সপরিবারে উপস্থিতির সংখ্যা ছিল প্রায় সহস্রাধিক।অনুষ্ঠানের আয়োজনে ছিল ছোট ছেলে মেয়েদের দৌড় প্রতিযোগীতা,মেয়েদের বুদ্ধিমত্তা পরীক্ষা, মহিলাদের পিলো পাসিং, পুরুষদের হাঁড়ি ভাঙ্গা প্রতিযোগিতামূলক বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের নানারকম খেলাদুলা।দুপুরে এবং রাতে সুশৃঙ্খল খাবার পরিবেশন,আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন সহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.