|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়া আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান শিশির
প্রকাশের তারিখঃ ১৯ ডিসেম্বর, ২০২২
১৯ ডিসেম্বর সোমবার চাঁদপুর স্টেডিয়ামে সকাল ৯টা হতে ২টা পর্যন্ত কাউন্সিলরদের এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে ৪শ’ ৮৫ জন ভোটারের মধ্যে মোট ৪শ’ ৫৩ জন ভোটার ভোট প্রদান করেন। পরে ২শ’ ৪১ ভোট পেয়ে সভাপতি পদে মোঃ শাহজাহান শিশির নির্বাচিত হন।এসময় এপদে প্রতিদ্বন্দ্বিতাকারী আইয়ুব আলী পাটওয়ারী ১শ’ ৫৬ ভোট, হুমায়ুন কবির ৫৫ ভোট এবং কামরুন্নাহার ভূঁইয়া পেয়েছেন ০ ভোট পেয়ে পরাজিত হন। নির্বাচনে ১টি ভোট বাতিল হয়।
এ সময় নির্বাচন পরিচালনায় ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। এছাড়াও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, এনবিআর এর সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর কচুয়া উপজেলা আওয়ামী লীগের ২টি অধিবেশনে ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় অধিবেশনে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি সুস্পষ্ট বলেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে তিনি কামরুন্নাহার ভূঁইয়াকে চান এবং সাধারণ সম্পাদক পদে সোহরাব হোসেন চৌধুরী থাকলে আপত্তি থাকবে না। পরে সভাপতি প্রার্থী নিয়ে শুরু হয় টালবাহানা। এরপরই বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি জানান,কেন্দ্র থেকে সিদ্ধান্ত নিয়ে পরে কচুয়া উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা হবে। ১১ দিনের এই জল্পনা কল্পনা শেষে অবশেষে নির্বাচনের মাধ্যমে এ কমিটি গঠন হলো।
এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনাপত্তি থাকায় সাধারণ সম্পাদক পদে সোহরাব হোসেন চৌধুরী সোহাগ বহাল রয়েছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.