|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শিক্ষার্থীদের সুশিক্ষায় করতে প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, মানবিক ও পারিবারিক শিক্ষা প্রয়োজন
প্রকাশের তারিখঃ ১৮ ডিসেম্বর, ২০২২
কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউপি চেয়ারম্যান মো. নূরে-ই আলম রিহাত বলেছেন, শিক্ষার্থীদের গুনগত শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা প্রয়োজন।
ভালো শিক্ষা অর্জনের মাধ্যমে দ্রæত সফলতা অর্জন করা সম্ভব। তাই শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, বরং মানবিক ও পারিবারিক শিক্ষা অত্যান্ত জরুরী। তিনি আরো বলেন, খেলাধুলা কিংবা মনোজ্ঞ সাংস্কৃতিকে আসক্ত থাকলে সকল খারাপ কাজ থেকে বিরত থাকা সম্ভব।
বিশেষ করে সকল মুসলমানদের বলব প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলেই কখনো একজন মানুষ খারাপ কর্মকান্ডে লিপ্ত হতে পারে না। সবাইকে নিয়মিত নামাজ পড়ার আহŸান জানান তিনি। রবিবার ৬২নং কাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার বিতরন অন্ষ্ঠুানে এসব কথা বলেন তিনি।
বিদ্যালয়ের সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ কাউছার আলমের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহ-সভাপতি আমজাদ হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার এএইচ এম শাহরিয়ার রসূল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাদলা ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুবাস চন্দ্র সরকার ও জামাল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম প্রমূখ। এসময় সমাজসেবক সফি উল্যাহ, ইউপি সদস্য আলা উদ্দিন মজুমদার, ইকবাল হোসেন, কাউছার প্রধান, মিজানুর রহমান, কুহিনুর বেগম, মুক্তিযোদ্ধা হালিম মাষ্টার, সমাজসেবক আবু বকর, দিদারুল আবেদীনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ।
কচুয়া: কচুয়ার কাদলা সপ্রাবিতে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন, ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.