বাংলাদেশে এই প্রথম ‘গানের বই – Bangla Lyrics’নামে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ বাজারে এসেছে। ২৫ নভেম্বর থেকে অ্যাপটি গুগল প্লে স্টোরে বিনামূল্যে পাওয়া যাচ্ছে। জানা গেছে, এসময়ের গীতিকবি সাইফুল বারী’র লেখা প্রকাশিত গানগুলো দিয়ে ‘গানের বই – Bangla Lyrics’ অ্যাপটি সাজানো হয়েছে। যে কেউ চাইলেই এটি ডাউনলোড করতে পারবে। অ্যাপটিতে গানের লিরিক্স পাওয়ার পাশাপাশি লিরিক্স কপি করাও যাবে। এছাড়া শেয়ার অপশনের মাধ্যমে শেয়ার করা যাবে এবং ভিডিওসহ গান শোনাও যাবে। এ প্রসঙ্গে সাইফুল বারী বলেন, আমাদের দেশের গীতিকবিরা অবহেলিত, কেউ ন্যায্য মূল্যায়ন পায় না। এসব ভাবনা থেকেই পরিকল্পনা করেছিলাম গীতিকবিতা দিয়েই যেন একজন গীতিকবি তার রেভিনিউ তুলতে পারেন। যেই ভাবা সেই কাজ। তিনি আরো বলেন, শুরুতে নিজের প্রকাশিত গানগুলো দিয়ে অ্যাপটি তৈরি করেছি। এ বিষয়ে কোনো গীতিকবি যদি আমার কাছে হেল্প চান, আমি সবসময় প্রস্তুত আছি।