|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রথম অনুপমের ‘ডায়মন্ড প্লে বাটন’ অর্জন
প্রকাশের তারিখঃ ১৮ ডিসেম্বর, ২০২২
বাংলাদেশের অন্যতম রেকর্ড লেবেল কোম্পানি অনুপম রেকর্ডিং মিডিয়া। দর্শকদের জন্য প্রায় সব ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান বাজারজাত করতো প্রতিষ্ঠানটি। ১৯৮৪ সাল থেকে প্রতিষ্ঠানটি দর্শকের চাহিদা অনুযায়ী বিনোদনের বিভিন্ন অনুষ্ঠান বাজারজাত করত। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বেশ সক্রিয় এটি। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আনোয়ার হোসেন।
দেশের ডিজিটাল প্ল্যাটফর্মে ইউটিউব ও ফেসবুকেও বেশ সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। দর্শকের চাহিদা মাথায় রেখে প্রতিষ্ঠানটি সিনেমা, সিনেমার গান পরিবেশন করে থাকে। ইতোমধ্যে দর্শকের চাহিদা মাথায় রেখে অনুপম মুভি, অনুপম মুভি সং নামে দুটি ইউটিউব চ্যানেলে বাংলাদেশের বাংলা সিনেমা ও সিনেমার গান পরিবেশন করে আসছে।
২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ক্রিয়েট করা এই চ্যানেল দুটির মধ্যে একটি চার মিলিয়ন আরেকটিতে ১০ মিলিয়ন সাবস্ক্রাইব নিয়ে নিয়মিত বাংলা সিনেমা ও গান পরিবেশন করছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে মিউজিক ইন্ডাস্ট্রিতে প্রথম ‘ডায়মন্ড প্লে বাটন’ অর্জন করে অনুপম মুভি সং চ্যানেলটি।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেন বলেন, প্রথমবার বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রিতে এই কীর্তি অর্জন করেছি আমরা। আমি দর্শকদের শুভেচ্ছা জানাতে চাই, কারণ তাদের কারণে আমার এই প্রাপ্তি। আমরা এখন পর্যন্ত ২ হাজারের বেশি গান প্রকাশ করেছি এবং নিয়মিত দর্শকের জন্য আমাদের গানগুলো প্রচার করে যাচ্ছি। আমি আমাদের দর্শকদের উদ্দেশে বলতে চাই, আপনারাই আমাদের প্রাণ, আমাদের সবকিছু। আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করে যাচ্ছেন তা আমার জন্য অবিস্মরণীয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.