|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁ মাদুর ব্যবসায়ী কাজল সরকার ট্রেনে মর্মান্তিক মৃত্যু
প্রকাশের তারিখঃ ১৮ ডিসেম্বর, ২০২২
নওগাঁর রাণীনগরে ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে কাজল সরকার (৩৮) নামের মাদুর ব্যবসায়ী এক যুবক নিহত হয়েছেন। রবিবার দুপুর দুইটার দিকে রাণীনগর রেলওয়ে স্টেশনে রূপসা এক্সপ্রেস কাটা পড়ে মৃত্যু হয়।
নিহত মাদুর ব্যবসায়ী কাজল সরকার রানীনগর উপজেলার খট্টেশ্বর গ্রামের কালীচরণ সরকারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে মাদুর বিক্রি করতে নাটোরে যান কাজল। রবিবার চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনযোগে নাটোর থেকে বাড়িতে ফিরছিলেন তিনি।
দুপুরে ট্রেনটি রাণীনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় কাজল চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে গেলে ট্রেনে কাটা পড়ে তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
এসময় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাজলকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.