|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খানের প্রতি জাসদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পন
প্রকাশের তারিখঃ ১৮ ডিসেম্বর, ২০২২
ঠাকুরগাঁও পীরগঞ্জে রবিবার সকালে পীরগঞ্জ উপজেলা কমান্ডার ইব্রাহিম খান হৃদরোগ ও শ্বাসকষ্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
[video width="1280" height="720" mp4="https://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2022/12/km_20221207_720p_30f_20221218_174024.mp4"][/video]
ভিডিও ফুটেজ
সবার আগে সর্ব শেষ সংবাদ দেখতে চোখ রাখুন দৈনিক বাংলার অধিকার এ www.dainikbanglarodhikar.com
বিকালে গার্ড অফ অনার পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়।গার্ড অফ অনার শেষে মুক্তি যোদ্ধা কমপ্লেক্স চত্বরে জাসদ পক্ষ থেকে পীরগঞ্জ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক গীতি গমন চন্দ্র রায় গীতি ও সভাপতি জহিরুল ইসলাম,৬ নং পীরগঞ্জ ইউনিয়ন জাসদের সভাপতি ফরজন আলী প্রমুখ সহ বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করেন।
সে সময় পীরগঞ্জ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র গীতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খানের পরিবার পরিজন ও আত্মীয় স্বজনদের প্রতি শোক সমবেদনা জানান।এবং তার পবিত্র আত্মার শান্তি ও স্বর্গবাসী কামনা করেন।
জানা যায়,বীর মুক্তি যোদ্ধা ইব্রাহিম খান মৃত্যু কালে ১ স্ত্রী ও বিবাহিত ৩ কন্যা রেখে যান।তার মৃত্যুতে পীরগঞ্জে মুক্তি যোদ্ধা ও পীরগঞ্জ উপজেলা সহ তার শুভাকাঙ্ক্ষী গন শোক প্রকাশ করেছেন।রবিবার দিবাগত রাত ৮ টায় পীরডাঙ্গী গোরস্তানে সমাধি সমাপ্তি হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.