কচুয়া উপজেলার কাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিভা রানী পালের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদানসহ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বার্ষিকী ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরন করা হয়।
রবিবার বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের সভাপতি ও এক্সিম ব্যাংকের পরিচালক মোহাম্মদ কাউছার আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার এএইচ এম শাহরিয়ার রসূল।
বিদ্যালয়ের সহ-সভাপতি আমজাদ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাদলা ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুবাস চন্দ্র সরকার ও জামাল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম প্রমূখ।
এসময় সমাজসেবক সফি উল্যাহ, ইউপি সদস্য আলা উদ্দিন মজুমদার, ইকবাল হোসেন, কাউছার প্রধান, মিজানুর রহমান, কুহিনুর বেগম, মুক্তিযোদ্ধা হালিম মাষ্টার, সমাজসেবক আবু বকর, দিদারুল আবেদীনসহ বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অনুষ্ঠানের অতিথিবৃন্দ অবসরপ্রাপ্ত শিক্ষককে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদানসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
কচুয়া: কচুয়ার কাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট প্রদান করছেন অতিথিবৃন্দ।