|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৭ ডিসেম্বর, ২০২২
জনগনের আস্থা ও ভালোবাসার প্রতীক এই গুজব এড়াতে চাঁদপুরের কচুয়ায় ইসলামী ব্যাংক লিমিটেডের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইসলামী এজেন্ট ব্যাংকিং পালাখাল আউটলেট শাখার উদ্যোগ এ সমাবেশ করা হয়।
ইসলামী এজেন্ট ব্যাংকিং পালাখাল আউটলেট শাখার ম্যানেজার মো. ছিফায়েত উল্যাহ’র সভাপতিত্বে গ্রাহক সমাবেশে সচেতনতামূলক বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক সাচার শাখার ম্যানেজার মো. জামাল উদ্দিন।
এসময় তিনি বলেন, ইসলামী শরীয়াহ ভিত্তিক ব্যাংক ব্যবস্থার সফল বাস্তবায়ন,আর্থিক অন্তভর্‚ক্তি,উদ্যোক্তা উন্নয়ন,কৃষি ও ব্যবসা বানিজ্যের উন্নয়ন,শিল্পায়ন,প্রবাসী সেবা ও দারিদ্র্য বিমোচন সহ নানা খাতে ইসলামী ব্যাংক অনবদ্য অবদান রেখে চলেছে। তাছাড়া দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যেও সর্বাধিক অর্থায়ন করে থাকে ইসলামী ব্যাংক। দেশের খাদ্য ঘাটতি পূরনে বিপুল পরিমান বিনোয়াগ প্রদান করেছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক কখনো দেউলিয়া হবার নয়। তিনি আরো বলেন, ইসলামী ব্যাংক নিয়ে গনমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বিভ্রান্তিকর তথ্য পরিবেশ করা হয়েছে। তা মোটে কাম্য নয়। এ নিয়ে গ্রাহকদের কোনো গুজবে কান দেয়ার আহŸান করছি। ইসলামী ব্যাংক কখনো গ্রাহককে হয়রানি করা হয়নি। সুতারাং যারা গ্রাহক আছেন সবাই এসব মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক সাচার শাখার অফিসার মো. আব্দুল্লাহ আল মামুর,সাংবাদিক মাসুদ রানা,ব্যবসায়ী আবু ইউসুফ মিয়াজী,আব্দুল্লাহ আলম মামুন প্রমুখ। এসময় ইসলামী ব্যাংকের গ্রাহক,ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত উপস্থিত ছিলেন।
ছবি: কচুয়ার পালাখাল ইসলামী ব্যাংক এজেন্ট শাখার আয়োজনে গ্রাহক সমাবেশে বক্তব্য দিচ্ছেন সাচার শাখার ম্যানেজার মো. জামাল উদ্দিন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.