|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাজারহাটে ভিন্ন আয়োজনে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ ডিসেম্বর, ২০২২
রাজারহাটে শুক্রবার ১৬ ডিসেম্বর ভোর ৬ঃ০০ঘটিকায় রাজারহাট উপজেলা চত্বরে শহীদ মিনারে পুষ্প্য অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের কর্মসূচি আরাম্ভ হয়। শুরুতে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী ও উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম। এর পর উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মোঃআখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। রাজারহাট থানার পক্ষে আব্দুল্লাহিল জামান ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা যুবলীগ,ছাত্রলীগ সহ রাজারহাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা,যুগ্ন সম্পাদক হামিদুল ইসলাম ও কোষাধ্যক্ষ আব্দুর রউফ,এছাড়াও উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগ ও শাহাদাৎ বরণকারীদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ৯ঃ০০ঘটিকায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও মুক্তিযুদ্ধ নির্ভর বিভিন্ন চিত্রনাট্য উপস্থাপন করেন। মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা আবৃতি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন। উক্ত বিজয় দিবসের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু,মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসিন বেগম সহ অনেকে উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.