|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
যথাযোগ্য মর্যাদায় বিরামপুরে মহান বিজয় দিবস পালিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ ডিসেম্বর, ২০২২
(১৬ ডিসেম্বর) শুক্রবার ২০২২ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এমপি দিনাজপুরের বিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা মোড় উপজেলা চত্বর বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন ।
এরপর বিভিন্ন র্যালি ও শোভাযাত্রা শেষে শুরু হয়ে বিরামপুর ঢাকা মোড় বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয় ।
এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিরামপুর উপজেলা সর্বস্তরের জনসাধারণ পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন।
অপরদিকে সকাল ৮ঃ০০ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর ঐতিহ্যবাহী আনসার মাঠে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসমা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এমপি, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু ,পৌরসভার মেয়র অধ্যক্ষ আককাস আলী, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধাগণ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান গণ সহ সুধীজন প্রিন্ট ইলেকট্রনিক সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.