|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে মহান বিজয় দিবস উদযাপন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ ডিসেম্বর, ২০২২
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার কলেজ মিলনায়তনে আলোচনা সভা,খেলাধুলা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন মোল্লা,আবুল খায়ের,ফানাউল্যাহ,সেলিম হোসেন,ফজলুর রহমান,আব্দুল কুদ্দুস,রনজিত দত্ত সহ আরো অনেকে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ। এসময় কলেজের সহকারী অধ্যাপক জাফর হোসেন,নুরুজ্জামান হোসেন,প্রভাষক সাইফুল ইসলাম সবুজ,ইয়াছিন মিয়া,সিহাদ হোসেন,ছাত্রলীগ নেতা অন্তুর হোসেন,ফারহান মজুমদারসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ছবি: কচুয়ায় মহান বিজয় দিবসে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করছেন পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.