|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জ্বীনের বাদশা খোঁড়া বাবুল গ্রেফতার- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ ডিসেম্বর, ২০২২
ময়মবসিংহের ঈশ্বরগঞ্জে বাবুল মিয়া ওরফে খোঁড়া বাবুল ওরফে জ্বীনের বাদশা বাবুল (৪৫) কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর ) তাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়। জানাগেছে, উপজেলার কবির ভুলসোমা প্রামের সব্দর আলীর পুত্র বাবুল মিয়া ওরফে খোঁড়া বাবুল ওরফে জ্বীনের বাদশা বাবুল জেলার ধোবাউড়া উপজেলার বাগড়া গ্রামের শওকত আলী (৪০) কে জ্বীনের মাধ্যমে ১২০ কোটি টাকা ও একটি স্বর্ণের পুতুল পাইয়ে দেয়ার কথা বলে বিভিন্ন প্রতারনার আশ্রয় নিয়ে বিগত ১২ নভেম্বর থেকে বিভিন্ন সময়ে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন। জ্বীনের মাধ্যমে টাকা পেতে বিলম্ব হতে থাকায় এবং জ্বীনের বাদশা খ্যাত প্রতারক বাবুল বিভিন্ন তাল বাহানায় ঘুরাতে থাকলে বুধবার থানায় একটি অভিযোগ দায়ের করেন শওকত আলী। থানায় লিখিত অভিযোগ দায়ের করলে প্রতারক বাবুলকে গ্রেফতার করে পুলিশ।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জ্বীনের বাদশা হিসেবে প্রতারনার কথা বাবুল স্বীকার করেছে। এঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় মামলা করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.