|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ ডিসেম্বর, ২০২২
চিত্রাঙ্কন প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা দোয়া মাহফিলের মধ্যে দিয়ে দিনাজপুরের বিরামপুরে শহীদ বৃদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
(১৪ই ডিসেম্বর) বুধবার বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে এবং প্রশাসনিক কর্মকর্তা আসমা বানুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিরামপুর সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, শিক্ষকবৃন্দ, মুক্তিযোদ্ধা গন সুধীজন সহ প্রিন্ট মিডিয়ার ইলেকট্রনিক সাংবাদিকবৃন্দ গণ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.