|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পূবাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ ডিসেম্বর, ২০২২
গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার ঐতিহ্যবাহী মাজুখান জহুরা খাতুন আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আজ বুধবার (১৪ডিসেম্বর) সকালে জাতীয় বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ খোরশেদ আলম, সাবেক কমান্ডার পূবাইল ইউনিয়ন মুক্তিযোদ্ধা পরিষদ।হারবাইদ স্কুল এন্ড কলেজ এর সাবেক অধ্যক্ষ মারফত আলী দেওয়ান এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক আব্দুর রশিদ , বিভাগীয় প্রধান হিসাববিজ্ঞান পূবাইল আদর্শ কলেজ। আউয়াল হোসেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী পূবাইল থানা আওয়ামী যুবলীগ। শহীদ বুদ্ধিজীবী দিবস অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আকরাম হোসেন মাস্টার, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জহুরা খাতুন আদর্শ উচ্চ বিদ্যালয়। আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবীদের জন্য মোনাজাতে দোয়া ও উপস্থিত অতিথি ও ছাত্রছাত্রীদের মাঝে তবারক বিতরণ করা হয় ।
দিবসটি বাংলাদেশের ইতিহাসে একটি অবশ্যস্মরণীয় ঘটনা যা আজও জাতিকে ভাবিয়ে তোলে দিনটির তাৎপর্য সম্পর্কে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.