|| ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা শাবান, ১৪৪৬ হিজরি
ছোঁয়াকে সংবর্ধিত করলো আচারগাঁও ইউনিয়নের পরিষদ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ ডিসেম্বর, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৯নং আচারগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগ বিবিসি'র জরিপে ১০০ অনুপ্রেরণাদায়ী নারীর তালিকায় স্থান পাওয়া মোছাঃ সানজিদা আক্তার ছোঁয়াকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকায় ইউনিয়ন পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আচারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবিসি'র জরিপে ১০০ অনুপ্রেরণাদায়ী নারীর তালিকায় ২১তম স্থান অর্জনকারী মোছাঃ সানজিদা ইসলাম ছোঁয়া, ছোঁয়ার পরিবারের সদস্যবৃন্দ, ইউনিয়নের সদস্যগন, সাংবাদিক আলম ফরাজি, সাংবাদিক রমেশ কুমার পার্থ, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় সানজিদা ইসলাম ছোঁয়া সাফল্য অর্জনে গর্বিত হয়ে এলাকাবাসী সংবর্ধিত করায় আয়োজকদের ধন্যবাদ জানান।
এর আগে সানজিদা ইসলাম ছোঁয়াকে গুরুদয়াল সরকারী কলেজের অধক্ষ্য ও ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.