|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শব্দ দূষণকারী পরিবহনের বিরুদ্ধে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের অভিযান
প্রকাশের তারিখঃ ১৩ ডিসেম্বর, ২০২২
কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয়ের এক অভিযানে মান মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ও যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৫ টি পরিবহন কে দন্ড প্রদান ও ৯ টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর), পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে ও কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহায়তায় কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী সংলগ্ন রংপুর -কুড়িগ্রাম মহাসড়কে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা -২০০৬ ও সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় মান মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ও যান-বাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৫ টি পরিবহনকে মোট ৯ শত টাকার দন্ড প্রদান পূর্বক আদায় করা হয় এবং একই সাথে ৯ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এসময় অহেতুক হর্ণ বাজানো বা উচ্চ শব্দ তৈরি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ঠদের মাঝে সচেতনতামূলক প্রচারনা চালানো এবং যান- বাহনে শব্দদূষণ বিরোধী বিভিন্ন স্টিকার সংযুক্ত করা হয়।
ভ্রাম্যমান আদালতে এ সময় বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম। কুড়িগ্রাম জেলা পুলিশের একটি দল এসময় ভ্রাম্যমান আদালতের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.