|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ময়মনসিংহে শুরু হচ্ছে দুইদিন ব্যাপী সুরাঞ্জলি
প্রকাশের তারিখঃ ১৩ ডিসেম্বর, ২০২২
ময়মনসিংহের কৃতি সন্তান সংগীত গুরু শ্রী সঞ্জীব দে’র স্মরণে শুরু হচ্ছে দুইদনিব্যাপী উচ্চাঙ্গ সংগীত উৎসব “সুরাঞ্জলী”। ১৩ ও ১৪ ডিসেম্বর দুই দিন ব্যাপী উচ্চাঙ্গ সংগীত উৎসব অনুষ্টিত হবে।
শিল্প ও সংস্কৃতি নগরী ময়মনসিংহে সংগীতগুরু সঞ্জীব দে স্টুডেন্টস ফোরাম এর প্রযোজনায় ও এশিয়ান মিউজিক মিউজিয়ামের নিবদনে শুদ্ধধারার সংস্কৃতি বিশ্বময় ছড়িয়ে দেওয়ার লক্ষে এই উচ্চাঙ্গ সংগীত উৎসবের আয়োজন করা হয়েছে।
নগরীর কাচিঁঝুলিতে অবস্থিত এশিয়ান মিউজিক গ্যারালীর হলরুমে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত খেয়াল, ধ্রুপদ,ধামার,সেতার,সরোদ,বাঁশি ও তবলা লহরা পরিবেশিত হবে।
দুইদিনব্যাপী এই উৎসবে দেশের বিভিন্ন স্থানের উচ্চাঙ্গ সংগীত শিল্পীরা তাদের সংগীত পরিবেশন করবেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.