|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে সানজিদার বাড়িতে উপজেলা পরিষদ চেয়ারম্যান
প্রকাশের তারিখঃ ১০ ডিসেম্বর, ২০২২
ময়মনসিংহের নান্দাইলের মেয়ে সানজিদা ইসলাম (ছোঁয়া) বিবিসি’র অনুপ্রেরণাদানকারী একশ প্রভাবশালী নারীর তালিকায় নির্বাচিত হওয়ায় ১০ ডিসেম্বর নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার জাহান জিটু, মনোয়ারা জুয়েল, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক আলম ফরাজী সহ নেতৃবৃন্দ ও মিডিয়ার নেতৃবৃন্দ তার বাড়িতে গিয়ে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এসময় সানজিদার নানা, পিতা- মাতা সহ গ্রামের লোকজন উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল জানান, নান্দাইল আসনের সংসদ সদস্য বাংলাদেশ সংসদীয় দলের প্রতিনিধি হিসাবে বর্তমানে অস্ট্রোলিয়ায় অবস্থান করছেন। তিনি দেশে আসার পর নান্দাইল উপজেলা পরিষদের পক্ষ থেকে সানজিদা ইসলাম ছোঁয়াকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হবে। তিনি বলেন, সানজিদার এই অসামান্য সাফল্যে নান্দাইল বাসী তথা বাংলাদেশের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.