|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জনার্দ্দনপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
প্রকাশের তারিখঃ ১০ ডিসেম্বর, ২০২২
মিরসরাই উপজেলার মধ্যে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জনার্দ্দনপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এস,এস,সি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও মত বিনিময় সভা আজ সকাল ১১ ঘটিকায় উক্ত বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি প্রদীপ রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।উক্ত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভাটির মূখ্য বিষয় ছিল ছাত্র-ছাত্রীদের পড়া লেখার মান উন্নয়নের নিমিত্তে অভিভাবক মন্ডলীর সচেতনতা মূলক কিছু মৌলিক বিষয় নিয়ে।উক্ত সভায় দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব অধ্যাপক ড.পীযূষ দত্ত,বিদ্যালয়ের দাতা সদস্য ও ৮ নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস,এম আবু সুফিয়ান, আমেরিকার সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের রসায়ন বিদ্যার অধ্যাপক,শিক্ষাবিদ বাবু ড. রতন ধর, ও অএ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান চৌধুরী। এই সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ।বক্তারা বলেন, শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি বাকি সময়টুকু কোথায় যাচ্ছে, কি করছে সে দিকেও অভিভাবকগণ যেন খেয়াল রাখে। এছাড়াও পড়াশুনার পাশাপাশি কিভাবে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটবে সেই দিকে নজর রাখতে হবে শিক্ষক ও অভিভাবকদের।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.