|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদপুর সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন পালন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ ডিসেম্বর, ২০২২
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য কন্যা, আন্তর্জাতিক অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের ৫০তম জন্মদিন উপলক্ষে
ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ শুক্রবার বাদ আসর সরকারী রাজেন্দ্র কলেজের ঈমাম সাহেব প্রধানমন্ত্রী সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সার্বিক সাফল্য কামনা করে দোয়া মোনাজাত করেন।
ফরিদপুরে জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সায়মা ওয়াজেদ পুতুলের সাফল্য তুলে ধরে বলেন, তিনি বাংলাদেশের অটিজমবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান।সায়মা ওয়াজেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে।সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের কৃতিত্ব তাঁর পরিচয়কে মহিমান্বিত করেছে।২০১৫ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ব্যারি ইউনিভার্সিটি ‘ডিসটিংগুইসড অ্যালামনাই অ্যাওয়ার্ডস’ প্রদান করেছে পুতুলকে।আন্তর্জাতিক পর্যায়ে জনস্বাস্থ্যসেবায় অবদানের স্বীকৃতস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননার সাইটেশনে উল্লেখ করা হয়েছিল- সায়মা একজন মনোবিজ্ঞানী এবং শিশুদের অটিজম বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ের একজন প্রবক্তা।
বঙ্গবন্ধু পরিবারের সন্তান হিসেবে সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের পক্ষেই মানুষের জন্য কাজ করা সম্ভব হচ্ছে। কারণ বঙ্গবন্ধুও বাল্যকাল থেকে পরের দুঃখ-কষ্টকে উপলব্ধি করতে শিখেছিলেন আর নিজে ধনপতি না হয়ে সাধারণ জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিবেদিত ছিলেন।যে মানবিক বাংলাদেশ নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিয়ে এগিয়ে যাচ্ছেন তার পুরোভাগেই তিনি আছেন। শেখ হাসিনা যেমন নির্লোভ, মানুষকে ভালোবাসেন নিজের অন্তর থেকে পুতুলকেও তেমনিভাবে এগিয়ে। ফরিদপুর জেলা ছাত্রলীগ তাঁর দীর্ঘ হায়াত ও তাঁর সু সাফল্য কামনা করি।
বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার আয়োজনে এই সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম বীন হাদ নীড়, সাংগঠনিক সম্পাদক আফিক অর্ক, অমিত বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, শেখ তামীম, দপ্তর সম্পাদক অর্ঘ্য চক্রবর্তী সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.