|| ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৬ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
রাজারহাটে সিংহীমারী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
প্রকাশের তারিখঃ ৬ ডিসেম্বর, ২০২২
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিংহিমাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচনে প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, গঠনে অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচনে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পক্ষপাতুষ্ট তাহার মনোনীত প্রার্থীকে সভাপতি নির্বাচন করার অপ-কৌশল অবলম্বন করার অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিল করেন বিদ্যালয়ের নির্বাচিত গভর্নিং বোর্ডের দুই সদস্য।
এবিষয়ে রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশারাফুজ জামান বলেন,আমি এখনো অভিযোগ কপি পাইনি।
সিংহিমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র সরকার জানান,সাত সদস্যের কন্ঠ ভোট সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক সাদেকুল হক নুরু ইউপি চেয়ারম্যান ছিনাই এবং অন্যকোন প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। শুধু দুইজন বিপক্ষে ছিলেন।
অভিযোগকারী জয়নাল আবেদীন বলেন,সভাপতি পদে একাধিক প্রার্থী থাকায় গোপনে ভোটাধিকার প্রয়োগ করতে চেয়েছিলাম কিন্তু মাধ্যমিক কর্মকর্তা প্রথম প্রার্থীর নাম ঘোষণা করে প্রকাশ্যে কন্ঠ সমর্থন চেয়েছেন। পরবর্তীতে পরিবেশ উত্তপ্ত হলে আমরা চলে আসি। আমরা গোপনে ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করতে চাই।
এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনীম বলেন,অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন,অভিযোগ দেখে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.