|| ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁয় গাঁজা বহনকারী ট্রাকের ধাক্কায় নিয়ত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ ডিসেম্বর, ২০২২
নওগাঁয় গাঁজা বহনকারী ট্রাকের ধাক্কায় একজন বাই-সাইকেল আরোহী নিহতের ঘটনায় অভিযান পরিচালনা করে মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ঘাতক ট্রাক চালক ও মাদক কারবারীকে আটক করেছে র্যাব।
প্রতিবেদককে সত্যতা নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-২, নাটোর কাম্প থেকে জানানো হয়, গত শুক্রবার ২ ডিসেম্বর মাদক (গাঁজা) বহনকারী "ঢাকা মেট্রো-ড-১৪-৮৭১৪" নম্বরের একটি বেপরোয়া গতীর ট্রাক নওগাঁর বদলগাছী অভিমুখে যাওয়ার পথে নওগাঁ জেলা সদর উপজেলার বরুনকান্দি মোড় নামক স্থানে এক বাই-সাইকেল আরোহীকে ধাক্কাদিয়ে ট্রাকটি নিয়ে পালিয়ে যায় মাদক কারবারী চালক ও হেলপাড়।
নিহত বাই-সাইকেল আরোহী হলেন, নওগাঁ জেলা সদর উপজেলার হরিপুর পশ্চিমপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মোজাম্মেল হক বাবু (৪৮)। এঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
বাই-সাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে নিলে জখম গুরুতর হওয়ায় দায়িত্বরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহীতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অপরদিকে মাদক কারবারী ও বহনকারী ঘাতক ট্রাকের চালক জাকির হোসেন (২৫) ও হেলপার আমির হামজা (২৩) ট্রাকটি নিয়ে নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর এলাকায় পৌছে ট্রাক রেখে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে থাকা কতিপয় মাদক কারবারীরা ট্রাক থেকে গাঁজা সরানো কালে খবর পেয়ে ও জেলা পুলিশ সুপার মহোদয় এর দিক-নির্দেশনায় বদলগাছী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার সহ ট্রাকটি জব্দ ও দু'জনকে ঘটনাস্থল থেকে আটক করেন এবং মাদক আইনে মামলা দায়ের করেন।
উপরোক্ত ঘটনায় র্যাব-৫, রাজশাহী ছায়াতদন্ত শুরু করে এবং পরবর্তীতে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বিশেষ গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে জানতে পারে মাদক বহনকারী ঘাতক ট্রাক চালক ও মাদক ব্যবসায়ী নাটোর রেলষ্টেশনে অবস্থান করছে। এরপর র্যাব-৫, সিপিসি-২, নাটোর কাম্পের একটি চৌকস অভিযানিক দল শনিবার ৩ ডিসেম্বর সকাল সারে ৭ টায় কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে নাটোর রেলষ্টেশন থেকে তাদের দু'জনকে আটক করেন বলে নিশ্চিত করে র্যাব। আটককৃত জাকির হোসেন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ধামগড় গ্রামের ইয়ার হোসেন এর ছেলে এবং আমির হামজা মুরাদনগর উপজেলার গকুল নগর গ্রামের আবুল খায়ের এর ছেলে। সংবাদ লেখাকালে আইনানুগ পদক্ষেপ বা গ্রেফতারকৃতদের পুলিশে হস্তান্তর পক্রিয়া চলছে বলেও প্রতিবেদককে নিশ্চিত করেছে র্যাব।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.