|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আজ আর্মি স্টেডিয়ামে ‘বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট-২০২২’
প্রকাশের তারিখঃ ২ ডিসেম্বর, ২০২২
আজ রাজধানীর আর্মি স্টেডিয়ামে হতে যাচ্ছে বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট-২০২২ পাওয়ার্ড বাই গান বাংলা। ‘বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট-২০২২’ এর দ্বিতীয়দিন আজ আর্মি স্টেডিয়ামের কনসার্টে অংশ নিচ্ছে নগর বাউল, মাইলস, ওয়ারফেইজ, সোলস, রেনেসাঁ, ফিডব্যাক, অর্থহীন, মাকসুদ ও ঢাকা, অবস্কিউর, দলছুট, আর্টসেল, শিরোনামহীন, ভাইকিং, ক্রিপটিক, ফেইট, পেন্টাগন ও পাওয়ারসার্জ।
১লা ডিসেম্বরকে বাংলাদেশে ‘ব্যান্ড মিউজিক ডে’ বলে ঘোষণা দিয়েছে চ্যানেল আই ও বামবা। গতকাল সকাল সাড়ে ১১টায় চ্যানেল আই চেতনা চত্বরে ‘ব্যান্ড মিউজিক ডে’র উদ্বোধন করা হয়। প্রথমবারের মতো দিনটিকে উদ্যাপন করতে আজ হতে যাচ্ছে বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট-২০২২ পাওয়ার্ড বাই গান বাংলা। ‘ব্যান্ড মিউজিক ডে’ উদ্বোধন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামবার সদস্যরা। প্রায় ৯ বছর আগে কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে বাংলাদেশে শুরু হয়েছিল ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’। প্রতি বছর ১লা ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে উঠতো এই উৎসব। বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস এসোসিয়েশন (বামবা)’র সঙ্গে যুক্ত হয়ে ব্যান্ড সংগীত নিয়ে আইয়ুব বাচ্চুর দেখা সেই স্বপ্ন এই বছর থেকে আরও বিস্তৃত পরিসর পাচ্ছে। দুই দিনব্যাপী ‘বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট-২০২২’ এর দ্বিতীয়দিন আজ । চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, আগামীতে এই স্বপ্ন আরও বড় হবে, বিশাল হবে।
অনেক মানুষ যারা ব্যান্ড সংগীত ভালোবাসেন, সেই তরুণরা সবসময় তাদের বিনোদনের প্ল্যাটফরম খুঁজে পাবে। বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, আজ আইয়ুব বাচ্চু নেই, উনার স্মৃতি আছে। এই মানুষটির যেই স্বপ্নটি ছিল, সেই স্বপ্নে হাতে হাত রেখে চ্যানেল আই প্রাঙ্গণ থেকে ব্যান্ড মিউজিক ডে-এর আয়োজন শুরু হয়। তার স্বপ্নটিকে আরও বৃহৎ পরিসরে আমরা নিয়ে যেতে চলেছি আর্মি স্টেডিয়ামে। আবেগজড়িত কণ্ঠে আইয়ুব বাচ্চুর স্ত্রী বলেন, বাচ্চুর স্বপ্ন ছিল এই ব্যান্ড ফেস্টটিকে বড় পরিসরে করার। আজ বাচ্চু নেই, তবে বাচ্চুর কাজটা তার সঙ্গীরা এতদূর নিয়ে এসেছে, আর্মি স্টেডিয়াম পর্যন্ত। সেজন্য তার সহশিল্পীদের সালাম জানাই।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.