|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলেরঐতিহাসিক আজিমুশ্বান ইসলামি জলসা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ ডিসেম্বর, ২০২২
খানকায়ে মুজাদ্দেদিয়া বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপ, ফরিদপুর সাংগঠনিক বিভাগের উদ্যোগে ঐতিহাসিক আজিমুশ্বান ইসলামি জলসা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যা সাতটায় শহরের অম্বিকা ময়দান বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরিফ খানকায়ে মুজাদ্দেদিয়া কর্মী গ্রুপের উদ্যোগে এর আয়োজন করা হয়। জলসায় জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার ভক্তবৃন্দ উপস্থিত হয়ে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন।
ফরিদপুর জেলা কর্মীপ্রধান এবং প্রেসক্লাব ফরিদপুরের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এ ইসলামি জলসা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন- শাহাবুদ্দিন খান, আল্লামা তাজুল ইসলাম চাঁদপুরী, মাওলানা ক্বারী রুহুল আমিন সিদ্দিকী, মুফতি আলাউদ্দিন জিহাদী, মুফতি জহিরুল ইসলাম ফরিদী, মুফতি আশরাফ বিল্লাহ আল উসমানী, মুফতি আব্দুর রাজ্জাক ওসমানীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এই জলসায় ধর্মীয় অতিথিরা বলেন, ইসলাম সাম্যের ধর্ম। ইসলাম জঙ্গিবাদ বিশ্বাস করে না। এই ধর্ম মানুষের শান্তির জন্য এসেছে, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সা. শান্তির বাণী প্রচার করেছেন। প্রত্যেক ধর্মপ্রাণ মানুষ রাসুলের আদর্শ মেনে ধর্মের জন্য মানুষের কল্যাণে কাজ করার।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.