|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২২- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ নভেম্বর, ২০২২
অদ্য ৩০/১১/২০২২ ইং তারিখে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচি কুড়িগ্রাম এবং জেলা ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কুড়িগ্রাম এর সমন্বিত উদ্যোগে জেলা মহিলা বিষয়ক অফিসের সামনে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধনে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জনাব, জেবুন নেছা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপ পরিচালক কুড়িগ্রাম। এ ছাড়া জনাব জয়ন্তী রানী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, কুড়িগ্রাম সদর এবং বিভিন্ন সরকারী ও বেসরকারী সংগঠনের কর্মকর্তা বৃন্দসহ ব্র্যাক পল্লীসমাজের নারী-পুরুষ, কিশোর-কিশোরী গণ উপস্থিত ছিলেন । মানব বন্ধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় বক্তাগণ সবার সাথে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি। শ্লোগানটি সবাই এক সঙ্গে সমস্বরে পাঠ করেন ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.