|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
লক্ষ্মীপুরে হত্যার উদ্দ্যেশে ঠিকাদারের উপর হামলা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ নভেম্বর, ২০২২
লক্ষ্মীপুরে এক ঠিকাদারকে হত্যার করার উদ্দ্যেশে হামলার অভিযোগ, হামলায় ঐ ঠিকাদার গুরত্বর আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত ঠিকাদার হলেন লক্ষ্মীপুর পৌরসভার মোহাম্মদ আলী রোডের অপেরা হাউজের গোলাম আজম তানভির।
[video width="640" height="288" mp4="https://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2022/11/received_827028378524618.mp4"][/video]
ভিডিও ফুটেজ
সর্ব শেষ সংবাদ দেখতে www.dainikbanglarodhikar.com এ ক্লিক করুন
আহত ঠিকাদার গোলাম আজম তানভির জানান, আজ রবিবার দুপুরে নোয়াখালী সড়ক ও জনপদ বিভাগে এম এফ বিল্ডাস' র নামে তিনটি কাজের সিএস পাশ করে বেরিয়ে আসার সময় শেখ রাসেল সড়কের জাহাঙ্গির আলমের ছেলে আবদুল্যাহ আল মামুন এর নেতৃত্বে ৮/১০ জন সন্ত্রাসী অতর্কিত ভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করে গুরুত্বর আহত করে।
ঘটনাটি আজ রবিবার দুপুর ২ টার দিকে নোয়াখালী সড়ক ও জনপদ ভবনের সামনে ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এসময় নোয়াখালী হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও তারা হামলা করার চেষ্টা করে। পরে প্রান বাঁচিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে এসে ভর্তি হন। কেন তার উপর হামলা করা হলো এমন প্রশ্নের জবাবে আহত তসনভির জানান, আবদুল্যাহ আল মামুন দীর্ঘদিন থেকে তার কেছে চাঁদা দাবী করে আসছে। চাঁদা না দিলে হত্যার হুমকিও দেয় সে। ঘটনার দিন তার সাথে থাকা প্রায় দুই লাখ টাকা নেওয়ার জন্যই মুলত এই হামলা চালানো হয়। অভিযুক্ত আবদুল্যাহ আল মামুনের ফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.