|| ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলের পল্লীতে বাড়িঘরে হামলা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ নভেম্বর, ২০২২
নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের সিংরইল গ্রামে শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে পূর্ব শত্রুতার আক্রোশে একই গ্রামের আব্দুল কাদিরের পুত্র সবুজ মিয়া ওরফে আবু সাইদ, আবু বক্কর, আব্দুল হাদির পুত্র নজরুল ইসলাম, আজহারুল ইসলাম, আব্দুল হাদি, তুহিন মিয়া, শাহিন মিয়া, আলিফ মিয়া, হৃদয় মিয়া ও আব্দুল কাদিরের নেতৃত্বে প্রকাশ্য দিবালোকে বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন সহ নগদ ৭৫ হাজার টাকা মূল্যের এক ভরি স্বর্ণের চেইন ও নগদ ৭০ হাজার টাকা ও ৮০ হাজার টাকা মূল্যের একটি ষাড়গরু লুটপাট করে নিয়ে যায়।
উল্লেখিত ব্যক্তিদের হামলায় নারী সহ ৫জন আহত হয়েছে। নান্দাইল মডেল থানায় মৃত নবাব আলীর পুত্র মো. জালাল উদ্দিন কর্তৃক দায়েরকৃত এজাহার সূত্রে জানাগেছে শুক্রবার দুপুরে প্রতিপক্ষরা এ হামলা চালায়। হামলায় আরিফ জালাল আকন্দ, আব্দুর রাজ্জাক, নূরে আলম, মর্জিনা আক্তার ও জালাল উদ্দিন মারাত্মক আহত হয়।
আহতদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত জানান, উক্ত মারামারি ও লুটপাটের ঘটনায় একটি এজাহার পাওয়া গেছে।
ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর নিয়মিত মামলা রুজু করা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.