|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জাপার সম্মেলন ডেকে দলে বিভক্তি সৃষ্টির -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ নভেম্বর, ২০২২
বিমানবন্দরে জাপার প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসা শেষে প্রায় সাড়ে চার মাস পর আজ রোববার দেশে ফিরেছেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
রওশনের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানায়, আজ ব্যাংকক থেকে ঢাকায় অবতরণের পর বিমানবন্দরেই রওশনকে দিয়ে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আবদুর রউফকে (মানিক) প্রার্থী ঘোষণা করাতে চেষ্টা চালান মসিউর রহমান (রাঙ্গা) ও গোলাম মসীহ। কিন্তু তিনি প্রার্থী ঘোষণা করেননি। যদিও এর আগে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তাফিজার রহমানকে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাপা। এলাকায় তাঁর অবস্থানও ভালো। এখন মোস্তাফিজারের বাইরে অন্য কাউকে প্রার্থী ঘোষণা করলে জাপার বিভক্তি আরও স্পষ্ট হয়ে যাবে।
তিনি এখন মোটামুটি সুস্থ। তবে হঠাৎ করে জাপার সম্মেলন ডেকে দলে বিভক্তি সৃষ্টির পর রওশনের দেশে ফেরা দলে কতটা স্বস্তি ফেরাবে, তা পরিষ্কার নয়। তবে রওশন এরশাদকে ঘিরে তাঁর অনুসারী নেতাদের তৎপরতায় গতি পেয়েছে।
আবদুর রউফ জাপার চেয়ারম্যানের উপদেষ্টা ছিলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত সেপ্টেম্বরে দল থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। জাপার দায়িত্বশীল সূত্র জানায়, আবদুর রউফকে জাপার প্রার্থী করাতে বেশি তৎপর দল থেকে অব্যাহতি পাওয়া আরেক নেতা মসিউর রহমান ও রওশনের রাজনৈতিক সচিব গোলাম মসীহ। রংপুরের রাজনীতিতে মসিউর রহমানের সঙ্গে মেয়র মোস্তাফিজারের বিরোধ রয়েছে। সম্প্রতি মসিউর রহমান জাপার চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে অবস্থান নিলে মোস্তাফিজার শক্ত অবস্থান নেন মসিউরের বিরুদ্ধে।
এরই মধ্যে আবদুর রউফকে জাপার মেয়র প্রার্থী করাতে রওশনের ঘনিষ্ঠ একজন নেতা আর্থিক সুবিধা নিয়েছেন বলে নেতা-কর্মীদের মধ্যে গুঞ্জন ছড়ায়। ব্যাংককে থাকতেই বিষয়টি রওশন এরশাদের কানে যায়। ফলে তিনি আজ ঢাকায় নেমে বিমানবন্দরে প্রার্থী ঘোষণা করতে রাজি হননি। তিনি বিমানবন্দরে সাংবাদিকদের বলেছেন, রংপুরে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্নেহধন্য ও তাঁর পছন্দের যোগ্য প্রার্থীকেই লাঙ্গলের মেয়র প্রার্থী ঘোষণা করা হবে।
এদিকে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, আবদুর রউফকে প্রার্থী ঘোষণা না করায়, তাঁর মনোনয়নের জন্য তৎপর নেতারা হতাশ হয়ে পড়েন। আবদুর রউফও হতাশা প্রকাশ করেন।
আজ রাত পৌনে আটটার দিকে আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ‘জাতীয় পার্টির প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছি। ম্যাডাম (রওশন) এখনো ঘোষণা করেননি, রাতে হয়তো করবেন। আপনি রাঙ্গা (মসিউর রহমান) ভাইয়ের সঙ্গে কথা বলেন।’
মসিউর রহমানকে ফোনে যোগাযোগ করলে তাঁর ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে একজন জানান, ‘স্যার এখন মিটিংয়ে আছেন।’
জাপার দায়িত্বশীল সূত্র জানায়, রওশন দেশে ফেরার পরই তাঁকে ঘিরে জাপার সাবেক ও বহিষ্কৃত নেতাদের একটি অংশের তৎপরতা শুরু হয়েছে। ফলে আগামী সংসদ নির্বাচন সামনে রেখে দলের ‘নিয়ন্ত্রণ’ নিয়ে জাপার অভ্যন্তরীণ বিবাদ যখন দানা বাঁধছে, তখন রওশনের দেশে ফেরায় এ বিবাদ আরও বাড়বে না কমবে—তা নিয়ে দলে নানা আলোচনা চলছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.