|| ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সংযুক্ত অরব আমিরাতে বিভিন্ন ব্যবসায় অবদান রেখে চলছেন প্রবাসী বাংলাদেশিরা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ নভেম্বর, ২০২২
সংযুক্ত অরব আমিরাতে বিভিন্ন ব্যবসায় অবদান রেখে চলছেন প্রবাসী বাংলাদেশিরা, তুলানা মূল্যক ভাবে বাংলাদেশিরাই গড়ে তুলছেন একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান।
দৈনিক বাংলার অধিকার এর সর্ব শেষ সংবাদ দেখতে বিজিট করুন www.dainikbanglarodhikar.com
[video width="1280" height="720" mp4="https://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2022/11/km_20221115_720p6.mp4"][/video]
অর এ প্রতিষ্ঠানের মধ্য দিয়ে কর্ম সংস্থানের সুযোগ তৈরী হচ্ছে অনেক বাংলাদেশীদের। দুবাইয়ের দেরায় গোল্ড মার্কেটে নিউ আমিন জুয়েলারী উদ্ভোধন অনুষ্টানে ব্যবসায়ীরা এসব কথা বলেন।
তারা আরো বলেন দুবাই যেন স্বর্ণের এক রাজ্য। মানসম্মত ও নিত্যনতুন ডিজাইনের অলংকার প্রদর্শনী ও বেচাকেনা তীর্থস্থান। বাণিজ্যিক নগরী দুবাইয়ে তাই গহনা কিনতে বিশ্বের নানা প্রান্ত থেকে দেশটিতে ছুটে আসেন অনেকেই।
এ সময় উদ্ভেধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যৌথ মালিকানাধীন এ প্রতিষ্ঠানের সত্বাধীকারি মোঃ সোহরাব হোসেন, জাহাঙ্গীর আলম, কাজী রিপন, রিজান উদ্দিন, আব্দুর রহমান ইমরান ও রনি সহ আরো অনেকে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.