|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মুক্তি পেলো সাইকো থ্রিলার গল্পের ছবি’ডোম’
প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০২২
সাইকো থ্রিলার গল্পে সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা রাশেদ রাহা নির্মাণ করেছেন সাত পর্বের ওয়েব সিরিজ ‘ডোম’। লাশকাটা ঘরে কার লাশ ময়না তদন্তের অপেক্ষায়? খুন না ধর্ষণ কি সেই অপরাধ যাকে ঘিরে দানা বাধছে রহস্য? এমন নানা প্রশ্নের রহস্য উন্মোচিত হয়েছে ওটিটি প্ল্যার্টফর্ম বঙ্গ বিডিতে।
এই ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রাণ রায়, চিত্রনায়িকা তানহা তাসনিয়া, কাজী নওশাবা আহমেদ, আবু হুরায়রা তানভীর, দোলন দে, আবু হেনা রনি, আমিনুর রহমান লিটন, আনোয়ার শাহি, জয় রাজ, বাপ্পি আশরাফ প্রমুখ।
আবু হুরায়রা তানভীর কাজটি নিয়ে বলেন, প্রভাবশালী পরিবারের একট ছেলের চরিত্রে অভিনয় করেছি। যার গার্লফ্রেন্ড খুন হয়ে যায়। এর বেশিকিছু এখন জানাতে চাই না। আশা করি, দর্শক কাজটি পছন্দ করবেন।
এর আগে বেশকিছু নাটকে কাজ করলেও প্রথমবার এই ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আমিনুর রহমান লিটন। তিনি বলেন, ওয়েব সিরিজের গল্প দারুণ ইন্টারেস্টিং। আমার চরিত্রটিও চমৎকার। পুরো সিরিজের মধ্যেই টানটান উত্তেজনা অনুভব করবেন দর্শক। এখানে নিজেকে প্রমাণের সুযোগও ছিল। আশা করছি, সিরিজটি সবার ভালো লাগবে।
নির্মাতা রাশেদ রাহা বলেন, একটি ট্রু ইভেন্টের গল্প নিয়ে এই ওয়েব সিরিজটি নির্মিত হয়েছে। নিমার্ণ করতে গিয়ে নানাবিধ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। সর্বাত্নক চেষ্টা করেছি ভালো করার। আশা করি, দর্শকদের ভালো লাগবে।
তানহা তাসনিয়া এ প্রসঙ্গে বলেন, থ্রিলার একটি স্টোরি। উত্তরা, পুরাণ ঢাকাসহ বেশকয়েকটি লোকেশনে ‘ডোম’-এর দৃশ্যধারনের কাজ হয়েছে। কাজটি করে বেশ ভালো লেগেছে। আমার বিপরীতে তানভীর অভিনয় করেছেন। আশা করি, দর্শকরা আমাদের কাজটি পছন্দ করবেন।
জানা যায়, এ বছরের শুরুতে ওয়েব সিরিজটির শুটিং শুরু হয়ে শেষ করা হয়। চলতি মাসের (২০ নভেম্বর) জাতীয় শিল্পকলায় প্রিমিয়ারে প্রদর্শন করা শেষে ওটিটি প্লাটফর্ম বঙ্গতে দর্শকের জন্য প্রকাশ করা হলো ওয়েব সিরিজটি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.