|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০২২
ফরিদপুরে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জেলা প্রশাসনের আয়োজনে
শহরের অম্বিকা ময়দানে সকাল ১১ টার সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন।
ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার এর সভাপতিত্বে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ শাহজাহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা,ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আখতারুজ্জামান, পৌর প্যানেল মেয়র মতিউর রহমান শামীম প্রমুখ।
সিনিয়র সহকারী কমিশনার দীপ জন মিত্র ও নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসানএর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ লিটন আলী,
এই সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ তাসলিমা আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল কুমার দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, সহকারী কমিশনার তারিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, প্রযুক্তির সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য এই ডিজিটাল মেলার আয়োজন করা হয়েছে। এই মেলা থেকে শুধু সাধারণ মানুষ ই জানতে পারছেন না এখান থেকে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে। তারা স্বাবলম্বী হচ্ছে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।এখন থেকে প্রতিবছরই এ ধরণের মেলার আয়োজন করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পরে প্রধান অতিথি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন । মেলাটি বিভিন্ন কার্যক্রম এর আয়োজন করা হয়েছে সংস্কৃতিক অনুষ্ঠান বিকালে অ্যাক্রোবেটিক পরিবেশন করবে রাজবাড়ীর একটি সংগঠন। প্রায় ৫০ টি স্টল দু'দিনব্যাপী মেলায় অংশগ্রহণ করছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.