|| ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বাংলাদেশের একজন ভালো বন্ধু জাপানি রাষ্ট্রদূত: পররাষ্ট্রমন্ত্রী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০২২
জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বাংলাদেশে ভোট নিয়ে যে মন্তব্য করেছেন,তা একজন ভাল মনের মানুষ হিসাবে’বলেছেন বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন।
রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে বুধবার এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাপানি রাষ্ট্রদূত বলেছেন, তিনি এটা শুনেছেন, কেউ তাকে বলেছে।নিশ্চয় কেউ তাকে এভাবে ব্রিফ করেছে। সেজন্য তিনি এটা বলে ফেলেছেন। কিন্তু তিনি আসলে বাংলাদেশের একজন ভালো বন্ধু।
মোমেন আরও বলেন, তিনি সাদা-সিধে মানুষ। জাপান-বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর এবং আরও গভীর হবে।
তারা এবার আমাদের প্রধানমন্ত্রী জাপান যাওয়ার পর একটা কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত করতে চায়।
আমরাও তাদের পছন্দ করি। তারাও আমাদের পছন্দ করে। এ ধরনের কেউ কিছু বললে হইচই করার কোনো কারণ নেই।
এর আগে গত ১৪ নভেম্বর ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে জাপানি রাষ্ট্রদূত ইতি নাওকি বলেন, নির্বাচন নিয়ে বৈশ্বিকভাবে জাপানের মতামতের একটা গুরুত্ব রয়েছে। নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার মতো ঘটনা না ঘটা এবং একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের প্রত্যাশা করে জাপান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.