|| ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৯ই রমজান, ১৪৪৬ হিজরি
শেরপুরের ঝিনাইগাতিতে মা দিবস পালিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ নভেম্বর, ২০২২
শেরপুরের ঝিনাইগাতীর পূর্বকাংশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বুধবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে মা দিবসে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।
সহকারী শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, জেলা শিক্ষা অফিসার অবায়দুল্লাহ, সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর, ওসি মনিরুল আলম ভূইয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরনবী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন প্রমুখ।
মা সমাবেশের প্রধান অতিথি জেলা প্রশাসক সাহেলা আক্তার মেয়েদের ১৮ বছর আগে ও ছেলেদের ২১ বছরের আগে বিবাহ নয় বলে মায়েদের সচেতন করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আহবানে মা সমাবেশে উপজেলার ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মায়েরা উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.