|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ময়মনসিংহ মেডিকেল কলেজে বুক জ্বালাপোড়া বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ নভেম্বর, ২০২২
ময়মনসিংহ মেডিক্যালে বুক জ্বালাপোড়া সচেতনতা বিষয়ক এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বুক জ্বালাপোড়া সচেতনতা সপ্তাহ উপলক্ষে এই বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজের দুই নম্বর গ্যালারিতে বুক জ্বালাপোড়া বিষয়ক সচেতনতা র্শীষক বৈজ্ঞানিক সেমিনারে মমেক গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. শাহ আলমের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনডোর মেডিক্যাল অফিসার ডা. মুসরাত মেহজাবিন মিমু।
বক্তব্য রাখেন প্রধান অতিথি মমেক অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল কাদের, বিশেষ অতিথি সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্ত রঞ্জন দেবনাথ, ডা. মোহাম্মদ রেজাউল করিম ও ডা. আমিনুল ইসলামসহ অনেকেই। সেমিনারে বিভাগীয় প্রধানসহ শতাধিক চিকিৎসক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.