|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁয় ৪৮ ঘন্টা পর বিনয় চন্দ্র মন্ডলের মৃতদেহ উদ্ধার- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ নভেম্বর, ২০২২
সোমবার (২১ নভেম্বর) সকালে মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের বিলদুবলা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিনয় চন্দ্র মণ্ডল বিলদুবলা গ্রামের মৃত শ্রীকণ্ঠ চন্দ্র মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, ১৯ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ছেলে বিশ্বজিৎকে নিয়ে নিজ জমিতে ধান কাটছিলেন বিনয় চন্দ্র। এক পর্যায়ে দুর্গাপুরের তফসের ও তার ছেলে তারেক ধান ক্ষেত থেকে বিনয়কে ডেকে নিয়ে যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন বিনয় চন্দ্র। পরে পরিবারের পক্ষ থেকে ২০ নভেম্বর মান্দায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
সোমবার সকাল ৮টার দিকে দুর্গাপুর গ্রামের ধান ক্ষেতে একটি লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশের সঙ্গে নিখোঁজ বিনয় চন্দ্র মণ্ডলের পরিবারের সদস্যরা সেখানে গিয়ে লাশটি শনাক্ত করেন। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
মান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরু-এ-আলম সিদ্দিকী বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.